WB Election 2021: 'পুরনো বৈরিতা ভুলে আসানসোলের জন্য কাজ করতে চাইলে স্বাগত', জিতেন্দ্র তিওয়ারি প্রসঙ্গে বাবুল

Continues below advertisement

আজই বিজেপিতে তৃণমূলের (TMC) জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)? আসানসোলের প্রাক্তন মেয়র আজই দল ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছে। এই নিয়ে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেন, "যোগদান করতে পারেন এমন কোনও কথা নেই। ওনার সঙ্গে কথা হচ্ছিল। আমার সঙ্গেও কথা হয়েছে। আমরা কড়া প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করেছি। কিন্তু উনি সাহস দেখিয়ে কাজ করতে না পারার জন্য ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) চিঠি দিয়েছেন, বিজেপি কর্মীদের উপর হওয়া অন্যায়ের কথাও খোলাখুলি বলেছেন। উনি নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে বিজেপিতে যোগদান করে আসানসোলের মানুষের জন্য কাজ করতে চান। ওই এলাকার খুব বড় নেতা। উনি কাজ করার যে আগ্রহ দেখিয়েছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। পুরনো বৈরিতা ভুলে কেউ যদি আসানসোলের জন্য কাজ করতে চায় তাহলে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram