WB Elections 2021: 'দলে প্রার্থী নেই, তৃণমূল ভাঙিয়ে প্রার্থী করছে BJP', কটাক্ষ অভিষেকের

Continues below advertisement

চন্দ্রকোণার সভায় বক্তব্য রাখলেন তৃণমূল (TMC) নেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। তিনি বলেন, "সকলকে বলব আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আগামীদিনের লড়াই অনেক বড়। বাংলার টাকা বাংলাকে পাঠিয়ে বলছে মোদিজি পাঠিয়েছেন। সোনার দেশ গড়তে পারে না, বাংলা গড়বে? গরুর দুধ থেকে সোনা বের করেন দিলীপ। সেই সোনা দিয়ে বাংলা বানাবে? পেট্রোল-ডিজেল গ্যাসের দাম বাড়াচ্ছে। বিজেপিকে ভোট দিলে খাল কেটে কুমির আনা। বিজেপি এলে বিদ্যাসাগর সেতুর নাম বদলাবে। স্টেডিয়ামের নাম মোদির নামে করেছে। কোনও প্রার্থী পাচ্ছে না বিজেপি। তৃণমূল ভাঙিয়ে প্রার্থী করছে। মেদিনীপুরে সবাই বিশ্বাসঘাতক নয়। একজন, দুজন বিশ্বাসঘাতক, সবাই নয়। এমন আওয়াজ তুলুন যাতে শাহর কানে যায়। বাংলা নামেই তো আপনাদের আপত্তি। সিপিএম মমতাকে মেরে কিছু করতে পারেনি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram