WB Elections 2021: 'মমতাদির কী করে পায়ে চোট লেগেছে তা ভগবানই জানেন', কটাক্ষ অমিত শাহের

আজ রানিবাঁধের সভায় বক্তব্য রাখলেন বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে তিনি বলেন, "গত ১০ বছরে বাংলায় শুধু কাটমানির সংস্কৃতি। তৃণমূল শাসনে লাগাতার দুর্নীতি হয়ে চলেছে বাংলায়। আদিবাসী শংসাপত্র নিতেও টাকা দিতে হয়। আমফানের টাকা লুঠ করেছে তৃণমূল। আমফানের সময় চাল চুরি করে বাজারে বিক্রি করেছে তৃণমূল (TMC)। মমতা চোট পেয়েছেন। অথচ সেই ঘটনাকে ষড়যন্ত্র বলছে তৃণমূল কংগ্রেস। কমিশন বলছে দুর্ঘটনা, উনি বলছেন হামলা। বাংলায় একের পর এক বিজেপি কর্মীকে হত্যা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে কয়লাচুরি, অনুপ্রবেশ চলছেই। বাংলাকে বদলাতে হবে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola