CV Ananda Bose: উদয়ন-নিশীথ অশান্তি, তড়িঘড়ি দিনহাটা-সফরে রাজ্যপাল। ABP Ananda Live
Continues below advertisement
লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) অবাধ করতে ভোর থেকেই রাস্তায় থাকবেন, এমনটাই জানিয়েছিলেন রাজ্যপাল (CV Ananda Bose)। অভিযোগ করার জন্য একটি পোর্টালও চালু করেছে রাজভবন (Raj Bhaban)। এরই মধ্যে দিনহাটায় (Dinhata) লোকসভা ভোটের আগে নজিরবিহীন সংঘাত রাজ্য ও কেন্দ্রের মন্ত্রীর। জখম হল পুলিশ। তারপরেই তড়িঘড়ি দিনহাটা-সফর রাজ্যপালের।
Continues below advertisement