Ground Zero (Seg-A) : আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনতে ফের চিঠি কমিশনের
রাজ্যে পঞ্চায়েত ভোটে ৩৩৭ কোম্পানি বাহিনী মঞ্জুর করার নির্দেশিকা ইতিমধ্যেই জারি। আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে আনতে ফের চিঠি কমিশনের। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রথম ধাপে ২২ কোম্পানি, পরের ধাপে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে জারি হয় বিজ্ঞপ্তি।
এর মধ্যে সিআরপিএফ থাকবে ৫০ কোম্পানি, বিএসএফ থাকবে ৬০ কোম্পানি। ২০ কোম্পানি আইটিবিপি, ২৫ কোম্পানি এসএসবি , ২০ কোম্পানি আরপিএফ আসছে রাজ্যে। ২০ কোম্পানি আরপিএফ মোতায়েন হবে রাজ্যে। বাকি ১২ টি রাজ্য থেকে স্পেশাল আর্মড পুলিশ ফোর্স থাকবে ১১৫ কোম্পানি।