West BEngal Election 2021: 'ভাঙা পায়েই খেলা হবে', হুঙ্কার অভিষেকের

মেয়ো রোড থেকে হাজরা পর্যন্ত রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হুইলচেয়ারে করেই তিনি রোড শো-তে অংশ নেন। তাঁর সঙ্গে ছিলেন শীর্ষ স্থানীয় তৃণমূলের নেতারা। তাঁর হয়ে স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই রোড শো-তে সামিল হন তৃণমূল নেত্রী। নন্দীগ্রামে আহত হওয়ার পর এটা তাঁর প্রথম কর্মসূচি। গাড়ি থেকে হুইলচেয়ারে করে সভায় মমতা। হুইলচেয়ারেই মিছিলের নেতৃত্বে মমতা। পদযাত্রায় পুলিশের বেনজির নিরাপত্তা। মিছিলের চারদিকে দড়ি দিয়ে ৫০ মিটার কর্ডন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola