CV Ananda Bose: বিধানসভা উপনির্বাচনে জয়ী ৪ তৃণমূল প্রার্থীর শপথ নিয়েও জটিলতা। ABP Ananda Live
TMC News: বিধানসভা উপনির্বাচনে জয়ী ৪ তৃণমূল প্রার্থীর শপথ নিয়েও জটিলতা। বিধানসভার চিঠির পাল্টা চিঠি রাজ্যপালের। জয়ী ৪ তৃণমূল প্রার্থীর শপথের আর্জি জানিয়ে রাজভবনকে চিঠি বিধানসভার। 'রাজ্যপাল বিধানসভায় এসে শপথ গ্রহণ করান বা অধ্যক্ষকে দায়িত্ব দিন'। দ্রুত শপথ গ্রহণের আর্জি জানিয়ে চিঠি দেয় বিধানসভা। পাল্টা চিঠি দিয়ে ৩ প্রশ্নের উত্তর চাইল রাজভবন। 'রাজ্যপালের নির্দেশ অনুযায়ী ডেপুটি স্পিকারই কি আগের বার শপথ বাক্য পাঠ করিয়েছিলেন? 'সংবাদপত্র মারফত জানা গেছে, শপথ বাক্য পাঠ করিয়েছিলেন স্পিকারই'। 'এটা কি ঠিক, যদি ঠিক হয়ে থাকে কেন হল?' জানতে চেয়ে বিধানসভাকে চিঠি রাজ্যপালের। সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় গোলযোগ। মাইক্রোসফটের যান্ত্রিক গোলযোগের দরুণ সমস্যা। বিমান পরিষেবা, মিডিয়া, ব্যাঙ্ক পরিষেবার ক্ষেত্রে প্রভাব পড়ল বিশ্বজুড়ে। ভারতে বিমান পরিষেবায় প্রভাব, ওয়েব চেকিংয়ে সমস্যা, করতে হচ্ছে ম্যানুয়াল চেকিং।