West Bengal Assembly Election 2021: 'নিজের মেয়েকেই চায় বাংলা', দাবি সায়ন্তিকার, 'মমতার নেতৃত্বেই চলুক নারী-প্রকল্পগুলি', মত সুদেষ্ণার

Continues below advertisement

আজ আন্তর্জাতিক নারী দিবস। আজকেই গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলেজস্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যোগ দেন বহু তারকা। মিছিলে তৃণমূল (TMC) প্রার্থী জুন মালিয়া, সায়ন্তিকা, মানালি, সুদেষ্ণা রায়, লাভলি মৈত্র, কৌশানী ও আরও অনেক তারকা উপস্থিত রয়েছেন। রয়েছেন সাংসদ মিমি ও নুসরত জাহান। একমাসে চারবার বেড়েছে দামবৃদ্ধি রান্নার গ্যাসের। ফেব্রুয়ারিতেই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে ১২৫টাকা। তিন মাসে বেড়েছে ২২৫টাকা। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে বার্তা। অভিনেত্রী মানালি বলেন, "এখন আমরা সব সময় বলছি, বাংলা নিজের মেয়েকেই চায়। কারণ দিদি যেভাবে আমাদের আবেগকে বোঝেন, যেভাবে দিদিকে পাশে থাকেন, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। আগামী দিনেও দিদিকে দেখতে চাই।" অভিনেত্রী ও এবারের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, "খুব ভাল লাগছে। গর্বিত বোধ হচ্ছে। দিদি আমাদের অনুপ্রেরণা। শক্তি আরও বাড়ছে। বাংলার মানুষ নিজের মেয়েকেই চায়।" সুদেষ্ণা রায় বলেন, "আজকের দিনটি একটি বিশেষ দিন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে হাঁটলে প্রায় প্রতিদিনই বিশেষ দিন হয়ে ওঠে। নারী দিবসে আমাদের চাওয়া উনি যে প্রকল্পগুলি নারীদের জন্য চালু করেছেন সেগুলি যেন চালিয়ে যাওয়ার ক্ষমতা ওঁনাকে দেওয়া হয়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram