West Bengal Assembly Election 2021: মতুয়াদের পক্ষে লজ্জার দিন, অমিত শাহকে তোপ ব্রাত্য বসুর
ঠাকুরনগরে এসে বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, "করোনার জন্য সিএএ (CAA) পিছিয়ে গেছে। মমতা বলছেন বিজেপি মিথ্যা কথা বলছেন। আমরা যা বলি, তাই করি। করোনার ভ্যাকসিন পর্ব শেষ হলেও নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে।" এই বিষয় রাজ্যের জৈবপ্রযুক্তি মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, "করোনা চলাকালীন বিরোধীদের অন্ধকারে রেখে ওরা কৃষি বিল পাশ করিয়েছিল। আজ মতুয়াদের জন্য এক কালো দিন। হরিচাঁদ ঠাকুরের নামে স্টেশন ঠাকুরনগর। গুরুচাঁদ ঠাকুরের নামে যে ঠাকুরবাড়ির যে ঐতিহ্যবাহী পরম্পরা, ঠাকুরনগর স্টেশনের সঙ্গে, ঠাকুরনগর এলাকার সঙ্গে জড়িয়ে আছে সেই ঠাকুরনগর নামটা পাল্টে উনি শ্রীধাম দিলেন। যে শ্রীধাম বৃন্দাবন শ্রীধামের নামে পরিচত। অথচ মতুয়ারা ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে কৃষ্ণ বলা পছন্দ করেন না। তাঁরা বলেন হরি। নাগরিকত্ব নিয়ে আবার ভুয়ো প্রতিশ্রুতি দিলেন।"