West Bengal Assembly Election 2021: ' আদর্শচ্যুত তৃণমূল, কিছু দলে পরিবারই সব', BJP-তে যোগ দিয়ে বললেন Dinesh Trivedi

Continues below advertisement

বিজেপিতে যোগদান দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi)। জে পি নাড্ডার (J P Nadda) উপস্থিতিতে যোগদান। বিজেপিতে (BJP) যোগদান করে দীনেশ ত্রিবেদী বলেন, "শুধু ধন্যবাদ জানানোই যথেষ্ট নয়। 
এই সময়ের জন্যই অপেক্ষা করছিলাম আমি। আগে পরিবারের সেবা করা হত। এই দলে দেশের সেবা করা হয়। জনতার সেবা করতেই বিজেপিতে আসা। পশ্চিমবঙ্গে এখন শুধু দুর্নীতি-হিংসা। এত অভিযোগ আসত, বিরক্ত হয়ে যেতাম। এতদিন পর আসল পরিবর্তন আসছে।এতে বাংলার মানুষ খুশি।"

তাঁর যোগদানের পর জে পি নাড্ডা বলেন, "দীনেশ ত্রিবেদী অভিজ্ঞ রাজনীতিবিদ। ভাল মানুষ এতদিন ছিলেন খারাপ দলে। এতদিনে উনি যোগ দিলেন সঠিক দলে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram