West Bengal Assembly Election 2021: 'একা মমতা ইঞ্জিন সামলাতে লাগছে ৫০০ নেতা, এরা নাকি ডাবল ইঞ্জিন সরকার গড়বে' কটাক্ষ Abhishek Banerjee-র
"একা মমতার মোকাবিলায় ৫০০ নেতার ইঞ্জিন নামাতে হচ্ছে! এরা নাকি ডাবল ইঞ্জিন সরকার গড়বে!" কুলপির সভা থেকে এভাবেই বিজেপিকে (BJP) আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, "২৫০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল।" পাল্টা বিজেপির কটাক্ষ, "তৃণমূলের (TMC) যাওয়ার সময় হয়ে গেছে!"
অমিত শাহের (Amit Shah) আক্রমণের জবাব এভাবেই ফেরালেন অভিষেক। লোকসভায় ধাক্কা পুষিয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ‘যোগ্য জবাব’ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও।
বাগযুদ্ধ চলছে বিজেপির ভাইপো কটাক্ষ নিয়েও! ভোটের ময়দানে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন বিজেপি নেতারা। পাল্টা নারদ প্রসঙ্গ টেনে নাম না করে শুভেন্দুকে (Suvendu Adhikari) আক্রমণ করেছেন অভিষেক।
সম্প্রতি, রাজ্য সফরে এসে বাংলায় পরিবর্তনের আহ্বান জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি। কুলপির জনসভায় তার জবাব দেন অভিষেক।
তরজা চলছে জোরদার। সঙ্গে চড়ছে বঙ্গ রাজনীতির উত্তাপ।