West Bengal Assembly Election 2021: মোদির 'মডেল' না দিদির 'মডেল'? এবার কোনটাকে বাছবে বাংলার মানুষ?

Continues below advertisement

মোদির 'মডেল' না দিদির 'মডেল'? বিধানসভা ভোটের লড়াইকে এই দুই মডেলের লড়াইয়ে নিয়ে যেতে চাইছে বিজেপি (BJP)। কোচবিহারের সভা থেকে সেটাই স্পষ্ট করে দিলেন অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, "নরেন্দ্র মোদির (Narendra Modi) বিকাশ 'মডেল' এবং মমতা দিদির (Mamata Banerjee) বিনাশ 'মডেল'-এর মধ্যে দেখতে হবে বাংলা কোনটা চাইছে?" ২০১৪-এর লোকসভা নির্বাচনের সময় মোদির মুখে মোদির গুজরাত বিকাশ 'মডেল'-কে তুলে ধরে দিল্লি দখলের ডাক দিয়েছিল বিজেপি। যদিও বিরোধীরা বরাবরই দাবি করে, মোদির গুজরাত 'মডেল' সম্পূর্ণভাবে ভ্রান্ত, মিথ্যা প্রচারের উপর গড়ে তোলা একটি বিষয়। এর সঙ্গে গুজরাতের বাস্তব ছবির কোনও মিল নেই। কিন্তু বঙ্গ বিধানসভা ভোটের আগে মোদির সেই বিকাশ 'মডেল'-এর স্লোগানকেই তুলে ধরলেন অমিত শাহ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram