West Bengal Assembly Election 2021: 'বহিরাগতরা বাংলা শাসন করবে না', BJP-কে আক্রমণ Abhishek Banerjee-র
বহিরাগত-তত্ত্বে আরও চড়া সুর অভিষেকের (Abhishek Banerjee)। কুলপির সভা থেকে অমিত শাহ (Amit Shah)-কৈলাস বিজয়বর্গীয়কে (Kailash Vijayvargiya) একযোগে আক্রমণ তৃণমূল (TMC) সাংসদের। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
বাংলার ভোটযুদ্ধে তৃণমূলকে হারাতে ‘কার্পেট বম্বিং’ শুরু করে দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি থেকে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও নেতারা বাংলায় প্রচারে আসছেন! লাগাতার নিশানা করে চলেছেন তৃণমূলকে।
এই প্রেক্ষাপটেই শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলপির সভা থেকে আক্রমণের সুর সপ্তমে চড়িয়ে, বিজেপির গায়ে ‘বহিরাগত তকমা’ সেঁটে দেওয়ার কৌশল নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শব্দের যুদ্ধে তৃণমূলকে পাল্টা বিঁধেছে বিজেপিও (BJP)। বাঙালি মন পেতে, নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ কিংবা জে পি নাড্ডা, প্রচারে এসে প্রত্যেকেই বাঙালি মনীষীদের স্মরণ করছেন।
বিজেপি যখন কৌশলে বাঙালি সাংস্কৃতিক আবেগ উসকে দিতে চাইছে, তখন তা নিয়েও তীক্ষ্ণ বিদ্রুপ করেছেন অভিষেক! গেরুয়া ব্রিগেড যতই সমালোচনা করুক, বহিরাগত-আক্রমণের ধারা বজায় রেখেছেন অভিষেক।
ভোটযুদ্ধের আগে আক্রমণ-প্রতি আক্রমণের পর্ব চলছে। শেষ পর্যন্ত কার প্রতি মানুষ ভরসা রাখে, সে উত্তর দেবে সময়।