West Bengal Assembly Election 2021: 'কন্যাশ্রী-রূপশ্রীর ভিড়ে শ্রী হারিয়ে বাংলার মেয়েরা', অভিযোগ লকেটের

Continues below advertisement

আজ সাংবাদিক বিজেপি (BJP) নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, "বাংলার মেয়েদের অসম্মান করা হয়েছে, তার বদলা চাই। ভোটের সময় বাংলার মেয়ে নামে প্রচার করা হচ্ছে। মহিলাদের উপর অত্যাচারের কেস নেওয়া হয় না থানায়। যাঁরা নির্যাতিতা সেইসব বাংলার মেয়েকে ফেরত চাই। রিপোর্ট না পাঠালে এনসিআরবিতে রেকর্ড হবে কী করে! উত্তরবঙ্গ চা বাগানে বহু মহিলা নিঁখোজ। তার কোনও তথ্য বাংলা দেয়নি। ধর্ষণের কোনও তথ্য বাংলার সরকার দিতে পারেনি। নারী দিবসে আমরা বাংলার মেয়েদের সম্মান ফেরত চাই। বিজেপি ক্ষমতায় এলে সেই সম্মান ফেরানো হবে। এই সরকার মেয়েদের সম্মান ফেরাতে পারবে না। উজ্জ্বলা যোজনা প্রকল্পে বাংলার মেয়েদের সিলিন্ডার দেওয়া হয়েছে। জল জীবন মিশনে সবথেকে খারাপ কাজ হয়েছে বাংলায়। বাংলার সরকারের জন্য পরিশ্রুত জল থেকে বঞ্চিত বাংলার মেয়েরা। জনধন যোজনায় ৫০ শতাংশ মহিলাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে। তৃণমূল বলছে কন্যাশ্রী, রূপশ্রী করেছে। কিন্তু বাংলার মেয়েদের শ্রী কি ফেরাতে পেরেছে?"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram