West Bengal Assembly Election 2021: আজ আলিপুরদুয়ারে সভা করবেন Suvendu Adhikari
মহাকাব্যের পাতা থেকে রথের চাকা গড়িয়েছে রাজনীতির ময়দানে। সেই রথে ভর করিয়ে আসন্ন বিধানসভা ভোটে নবান্ন দখলের পথ তৈরি করতে চাইছে বিজেপি (BJP)। বৃহস্পতিবার কোচবিহারে অমিত শাহের (Amit Shah) সূচনা করা রথ রবিবার পৌঁছাবে আলিপুরদুয়ার। সেখানে দলের কর্মসূচিতে যোগ দিতে রবিবার আলিপুরদুয়ারে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপিতে যোগ দেওয়ার পর কাঁথির অধিকারী পরিবারের মেজো ছেলের এটাই প্রথম উত্তরবঙ্গ সফর।
আজ আলিপুরদুয়ারে পরিবর্তন যাত্রার সূচনা করবেন শুভেন্দু অধিকারী। দুপুর ৩টে নাগাদ বাবুরহাট খেলার মাঠে প্রথমে জনসভা করবেন বিজেপি নেতা। এরপর শুরু হবে রথযাত্রা। আলিপুরদুয়ার শহর থেকে ফালাকাটা পর্যন্ত রোড শো করবেন শুভেন্দু অধিকারী। এরপর শিলিগুড়ি রওনা দেবেন তিনি। সেখানে দলীয় কার্যালয়ে বৈঠক করবেন। এদিন কোচবিহার থেকে পরিবর্তন রথ আলিপুরদুয়ারে ঢোকার পর, কুমারগ্রামে বিজেপির তরফে একটি সভার আয়োজন করা হয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ওই সভায় উপস্থিত থাকলেও, থাকছেন না শুভেন্দু অধিকারী।