West Bengal Assembly By Election: উপনির্বাচনে চারে চার তৃণমূল, ফিকে গেরুয়া রঙ। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: লোককসভার পর প্রথম পরীক্ষাতেও জয়ের ধারা অব্যাহত রেখে ঝড় জোড়াফুলের। চার কেন্দ্রের উপনির্বাচনে জিতল তৃণমূল। বিজয় মিছিল, আবিরখেলায় উল্লাস।মানিকতলায় জয়ী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। পরাজিত কল্যাণ চৌবের সঙ্গে সৌজন্য বিনিময়। তেরো বছর পর বাগদায় ঘাসফুল। জয়ী মধুপর্ণা ঠাকুর। বিজেপি প্রার্থীর পিছনে জয় বাংলা স্লোগান তৃণমূলের। 'তৃণমূল(tmc)যেটা করছে সেটা ভাল নয়। আমরা তো অেক জায়গায় জিতেছি কিন্তু এইভাবে কাউকে কখনও আক্রমণ করিনি। যদি সুষ্ঠভাবে ভোট হত তাহলে আমরা জিততাম', মন্তব্য বিনয় বিশ্বাসের(Binay Biswas)। বাগদায় দফায় দফায় বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান তৃণমূলের। প্রথমে গণণা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। পরে গণনা কেন্দ্র থেকে বেরনোর সময়েও পরাজিত বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান দেন শাসক দলের কর্মীরা। 'মানুষ দিদির উন্নয়নকে পছন্দ করছে এটাই প্রমাণ', উপনির্বাচনে জিতে আর কী কী জানালেন মধুপর্ণা?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram