Biman Banerjee: 'রাজ্যপাল জেনেশুনে চ্যালেঞ্জ দিচ্ছেন', আক্রমণ বিমান বন্দ্যোপাধ্যায়ের।
ABP Ananda LIVE: 'এক্ষেত্রে আমি আইনত চিন্তাভাবনা করব, আইনজীবীদের সঙ্গে আলোচনা করব, আমার ক্ষমতা কতটা রয়েছে তা দেখে আমি সিদ্ধান্ত নেব। আমাদের সঙ্গে রাজভবনের কোনওরম যাগাযোগ হয়নি', জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়। ২ তৃণমূল বিধায়কের শপথ নিয়ে আরও সংঘাত। রাজভবনের কড়া চিঠির পাল্টা রাজ্যপালকেই বিধানসভায় শপথ গ্রহণে আসতে আমন্ত্রণ । রাজ্যপালকেই বিধানসভায় শপথ গ্রহণে আসতে আমন্ত্রণ সায়ন্তিকা-রেয়াতের । আজই শপথগ্রহণের জন্য় ২ বিধায়ককে রাজভবনে ডেকেছেন রাজ্যপাল। পাল্টা রাজ্যপালকে চিঠি বরানগর-ভগবানগোলার জয়ী তৃণমূল প্রার্থীদের। রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার সিঁড়িতে বসে সায়ন্তিকা-রেয়াত। প্রয়োজনে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বিধানসভার স্পিকারের। এবার কলকাতার(kolkata) বুকে চলল বুলডোজার! জবরদখল মুক্ত করতে বেহালায় নামল বুলডোজার। বেহালায় জবরদখল মুক্তি অভিযানে পুলিশ ও পুরসভা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজও কলকাতায় জবরদখল মুক্তি অভিযান।