West Bengal By Eection 2024: রাজ্যে ফিকে গেরুয়া রং, চার কেন্দ্রেই জয়ী তৃণমূল। ABP Ananda Live

ABP Ananda live: দেশের ১৩টি আসনে উপ নির্বাচন, ১১টিতেই পিছিয়ে বিজেপি। হিমাচলের নালাগড়ে এগিয়ে কংগ্রেস প্রার্থী। দেহরায় ২৫ বছর পর জয় কংগ্রেসের। হিমাচল প্রদেশের হমীরপুরে জয় বিজেপির। উত্তরাখণ্ডের বদ্রীনাথ, মঙ্গলৌরে এগিয়ে কংগ্রেস। জলন্ধর পশ্চিমে জয়ী আম আদমি পার্টির প্রার্থী। তামিলনাড়ুর বিক্রওয়ান্ডীতে এগিয়ে ডিএমকে প্রার্থী। মধ্য়প্রদেশের অমরওয়াড়াতেও পিছিয়ে বিজেপি। শুধু বিহারের রূপৌলিতে এগিয়ে বিজেপি সহযোগী জেডিইউ। রাজ্যে ফের সবুজ ঝড়, ভরাডুবি পদ্ম শিবিরের। বিপুল ব্যবধানে জিতলেন কৃষ্ণকল্যাণী। রায়গঞ্জবাসীকে ধন্যবাদ জানালেন তিনি। বিরোধীদের তীব্র আক্রমণ তৃণমূল প্রার্থীর। রাজনীতির ময়দানে প্রথমবার লড়লেন মধুপর্ণা, কেমন ছিল সেই লড়াইয়ের অভিজ্ঞতা? আজ ৪টি বিধানসভা উপ নির্বাচনের ফল ঘোষণা। ৪ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৩৫। মানিকতলা কেন্দ্রের ভোট গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে। ৩টি কাউন্টিং হলে ২০ রাউন্ড করে গণনা হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola