West Bengal By Election: রাজনীতির ময়দানে প্রথমবার লড়লেন মধুপর্ণা, কেমন ছিল সেই লড়াইয়ের অভিজ্ঞতা?

Continues below advertisement

Madhuparna Thakur: রাজনীতির ময়দানে প্রথমবার লড়লেন মধুপর্ণা, কেমন ছিল সেই লড়াইয়ের অভিজ্ঞতা? আজ ৪টি বিধানসভা উপ নির্বাচনের ফল ঘোষণা। ৪ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৩৫। মানিকতলা কেন্দ্রের ভোট গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে। ৩টি কাউন্টিং হলে ২০ রাউন্ড করে গণনা হবে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে রানাঘাট কলেজে। ৩টি হলের মধ্যে ২টিতে ১১ রাউন্ড করে এবং আরেকটি হলে ১০ রাউন্ড গণনা হবে। রায়গঞ্জে পলিটেকনিক কলেজে হবে রায়গঞ্জ বিধানসভার ভোট গণনা। ২টি হলে ১আজ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা০ রাউন্ড করে গণনা হবে।উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের গণনা হবে হেলেঞ্চা হাই সকলুলে। ২ টি হলে ১৩ রাউন্ড করে গণনা হবে। আজ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা, সকাল থেকেই গণনাকেন্দ্রে উপস্থিত শান্তনু ঠাকুর। বিধানভা উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শান্তনু ঠাকুর। তিনি বলেন, 'মার্জিন কমতেও পারে বাড়তেও পারে, কিন্তু আমার স্থির বিশ্বাস আমরা জিতছি'। 'কোন ভোট হয়নি', উপনির্বাচনের ফল ঘোষণার দিনই বিস্ফোরক কল্যাণ চৌবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram