West Bengal By Election: 'রাজনীতিমনস্ক মেয়ে ছিলাম না', বললেন সুপ্তি পাণ্ডে। ABP Ananda live

Continues below advertisement

 CM Mamata Banerjee: ১০ জুলাই ৪বিধানসভায় উপনির্বাচন (West Bengal By Election)। প্রার্থী ঘোষণা তৃণমূলের (TMC News)। বাগদায় মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। মানিকতলায় সুপ্তি। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি। 'রাজনীতিমনস্ক মেয়ে ছিলাম না', বললেন সুপ্তি পাণ্ডে (Supti Pande)। 'মেয়েকে নির্বাচনী কাজের বাইরে রাখার কথা মমতা (CM Mamata Banerjee) বলেছেন বলে শুনিনি। কিছু ভুল ইনফরমেশন গেছে মমতার কাছে।' 'আবাসনের ঝামেলার বিষয়ে আমি ছিলাম না। যদি কেউ আমায় জড়িত ছিলাম বলে থাকে তাহলে সেটা মিথ্যা', বললেন শ্রেয়া (Shreya Pande)।  বাগদায় তৃণমূলের বাজি ঠাকুরনগরের মতুয়াবাড়ির সদস্যই। ফের হারবে, কটাক্ষ বিজেপির। বিভাজনের রাজনীতির অভিযোগ বামেদের। পরাজিতের আর্তনাদ, পাল্টা জয়প্রকাশ।  নিউটাউনে রেস্তোরাঁ মালিককে সোহমের মারধরকাণ্ডে বিধাননগরের গোয়েন্দা বিভাগকেই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। ৪ জুলাই রিপোর্ট পেশের নির্দেশ। ABP Ananda Live    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram