West Bengal Election 2021: বেশিরভাগ আসন 'স্পর্শকাতর', দক্ষিণ ২৪ পরগনায় তৎপর কেন্দ্রীয় বাহিনী
Continues below advertisement
আজ তৃতীয় দফায় তিন জেলায় ৩১টি আসনে ভোটগ্রহণ। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায় সব বিধানসভা আসনে জারি ১৪৪ ধারা (Section 144)। শুধু দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলায় মোতায়েন ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট। এই মুহূর্তে মগরাহাট পশ্চিমের নেত্রা অঞ্চলের একটি বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। হচ্ছে মক পোলিং। রাজ্য পুলিশও দেখতে পাওয়া যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার একটি বড়ো অংশ স্পর্শকাতর বলে নির্ণয় করা হয়েছে। তাই কোনওরকম অরাজকতা এড়াতে তৎপর কেন্দ্রীয় বাহিনী।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Election Commission Hooghly Howrah Central Forces South 24 Pargana Mamata Banerjee 3rd Phase Election Third Phase Election 3rd Phase In Bengal ISF. CPIM South 24 Pargana Congress