West Bengal Election 2021: ময়নার সভা থেকে BJP-কে তোপ Abhishek Banejee-র

Continues below advertisement

আজ ময়নায় জনসভা করেন তৃণমূল (TMC) নেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। সেখানে তিনি বলেন, "লড়াইয়ের ময়দান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পালায়নি কোনওদিন ,পালাবেও না। লাল চোখের কাছে আত্মসমর্পন করবেন না। ধমকে, চমকে এবার ভোট হবে না। গণতান্ত্রিকভাবে সন্ত্রাস রুখতে হবে। দিদি ক্ষমতায় এলে ১ কোটি ৬০ লক্ষ পরিবারের গৃহকর্ত্রীদের হাতে মাসে ৫০০ টাকা করে তুলে দেওয়া হবে। এসসি-এসটি (SC-ST) হলে মাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে।" এছাড়াও তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, "বাংলার মানুষকে কেন অপমান? আমাকে আক্রমণ করলে তা আশীর্বাদ। পাঁচ কোটি টাকা কেটে নিয়েছে বিজেপি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram