WB Election 2021: প্রচারে রাত ৮টা অবধি নিষেধাজ্ঞা কমিশনের, প্রতিবাদে ধর্নায় মমতা
সংখ্যালঘু ভোট ভাগ না হওয়ার আবেদন থেকে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উত্তরে সন্তুষ্ট নয় কমিশন (Election Commission)। তৃণমূল নেত্রীর প্রচারে আজ রাত ৮টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। 'কমিশনের সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও অসাংবিধানিক', প্রতিবাদে ট্যুইট মমতার। আজ দুপুরে ধর্নায় বসছেন তৃণমূল নেত্রী। রাত ৮টার পর বারাসাত ও বিধাননগরে জোড়া সভা। সময়ের অভাবে স্থগিত নদিয়ার (Nadia) কর্মসূচি। গণতন্ত্রের পক্ষে কালো দিন, আক্রমণ ডেরেকের। নিরপেক্ষ নয় কমিশন, আক্রমণ যশবন্তের। মমতার কণ্ঠ নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ হবে না, আক্রমণ কাকলির। কমিশন আগে সিদ্ধান্ত নিলে ৫ জনের মৃত্যু হত না, পাল্টা বিজেপি (BJP)। শীতলকুচি-কাণ্ডে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিতর্কিত মন্তব্য। দিলীপের প্রচারে নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলা চেয়ে কমিশনে শাসকদল। 'যারা গুলি চালিয়েছিল, তাদের নাম বের করেছি। এসপির সঙ্গে পরিকল্পনা বিজেপির। পরিকল্পনা অমিত শাহের (Amit Shah)। জানতেন মোদিও (Narendra Modi)। সত্য বের করব', শীতলকুচি-কাণ্ডে হুঙ্কার মমতার। ভোটের বাংলায় ভয়াবহ করোনা (Corona) সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪ হাজার ৫১১ জন, মৃত ১৪। সবচেয়ে বেশি সংক্রমণ কলকাতায়।