West Bengal Election 2021: 'যে কাজ করেছি, সারা পৃথিবীর নজর কেড়েছি', ইস্তেহার প্রকাশের মাঝে বললেন মমতা

Continues below advertisement

আজ তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি ঘোষণা করেন, "রাজ্যের ১.৫ কোটি পরিবারকে বাড়িতেই রেশন সরবরাহ। বাংলার শহরাঞ্চলে ২৫০টি মা ক্যান্টিন নির্মাণ (৫ টাকায় খাবার)। শিক্ষাক্ষেত্রে ব্যয় বরাদ্দ বাড়ানো। প্রতি ব্লকে একটি করে মডেল আবাসিক স্কুল। প্রত্যেক জেলা সদরে মেডিক্যাল কলেজ নির্মাণ। পাঁচ বছরে ৫ লক্ষ কোটি টাকার বিনিময়ে লক্ষ্যমাত্রা। বার্ষিত ৫ লক্ষ নতুন কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা। স্টুডেন্স ক্রেডিট কার্ড। একর পিছু বার্ষিক ১০ হাজার টাকা সহায়তা। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্প চলবে। কৃষকদের বার্ষিক ভাতা, ১০ হাজার টাকা করা হবে। বাংলা আবাস যোজনায় আরও ২৫ লক্ষ বাড়ি তৈরি হবে। ২০১১-য় ক্ষমতায় আসার পর থেকে ১১০% কাজ করেছি। যে কাজ করেছি, সারা পৃথিবীর নজর কেড়েছি। কন্যাশ্রীকে ইউনিসেফ এক নম্বর প্রকল্পের পুরস্কার দিয়েছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram