West Bengal Election 2021: বেলঘরিয়ায় বিজেপি কর্মীদের 'মারধর তৃণমূলের', অভিযোগ রাজুর, ওড়ালেন মদন
Continues below advertisement
উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় (Belgharia) বিজেপি কর্মীদের ওপর হামলা। গতকাল রাতে এই ঘটনাটি ঘটে। বিজেপির (BJP) দাবি, কামারহাটি পুরসভার ২৬ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর বেশ কিছু পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। সেই খবর পেয়ে সেখানে কয়েকজন বিজেপি কর্মী যান। অভিযোগ, তখন তৃণমূল (TMC) আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায়। বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের (Raju Banerjee) অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী মদন মিত্র (Madan Mitra) অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Madan Mitra Belgharia Raju Banerjee TMC-BJP Clash Mamata Banerjee TMC-BJP Clash TMC