West Bengal Election 2021: ইস্তেহারে ‘নাগরিকত্ব ইস্যু’ রেখে মতুয়াদের মন জয়ে মরিয়া BJP
Continues below advertisement
২০১৯ সালের লোকসভার (Lok Sabha Election) পর বাংলার ক্ষমতা দখলের লড়াইতে এবার বিজেপির (BJP) হাতিয়ার নাগরিকত্ব ইস্যু (Citizenship Issue)। বিজেপির ইস্তেহারে (Election Manifesto) বলা হয়েছে, ক্ষমতায় এলে প্রথম মন্ত্রীসভার বৈঠকেই শরণার্থীদের (Refugees) নাগরতিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের মতুয়া সম্প্রদায়ের (Matua Community) ভোটকে ধরে রাখতেই ইস্তেহারে নাগরিকত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে।
Continues below advertisement
Tags :
Amit Shah Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Nrc Matua Community Mamata Banerjee BJP’s Election Manifesto Citizenship Issue BJP’s Promise