West Bengal Election 2021: ইস্তেহারে ‘নাগরিকত্ব ইস্যু’ রেখে মতুয়াদের মন জয়ে মরিয়া BJP

২০১৯ সালের লোকসভার (Lok Sabha Election) পর বাংলার ক্ষমতা দখলের লড়াইতে এবার বিজেপির (BJP) হাতিয়ার নাগরিকত্ব ইস্যু (Citizenship Issue)। বিজেপির ইস্তেহারে (Election Manifesto) বলা হয়েছে, ক্ষমতায় এলে প্রথম মন্ত্রীসভার বৈঠকেই শরণার্থীদের (Refugees) নাগরতিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের মতুয়া সম্প্রদায়ের (Matua Community) ভোটকে ধরে রাখতেই ইস্তেহারে নাগরিকত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola