West Bengal Election 2021: গলায় গেরুয়া গামছা, ওন্দার ভোটকেন্দ্রে বিজেপির পোলিং এজেন্টরা!
Continues below advertisement
আজ দ্বিতীয় দফায় চার জেলায় ৩০ আসনে ভোট। মমতা-শুভেন্দু (Mamata Banerjee-Suvendu Adhikari) দ্বৈরথে নজরে নন্দীগ্রাম (Nandigram)। নন্দীগ্রামে রেয়াপাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ভাড়া নিয়েছেন। সেখান থেকেই তিনি নজরদারি চালাবেন। তবে অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম। অন্যদিকে বাঁকুড়ার ওন্দায় গেরুয়া রঙের গামছা ঝুলিয়ে বিজেপি (BJP) প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত হয়েছেন ভোট কেন্দ্রে। মক পোলিং শুরু হওয়ার সময় তাঁদের দেখা যায়। গামছা খুলিয়ে তাঁদের ভিতরে ঢুকতে অনুমতি দেয় কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে করোনা বিধি মেনেই ভোট হচ্ছে পাঁশকুড়ায়।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Nandigram CPI(M) Bankura Onda Polling Booth Mamata Banerjee Panshkura WB Eleion