West Bengal Election 2021: বিজেপির প্রার্থী তালিকায় বড় বদল

Continues below advertisement

বিজেপির প্রার্থী তালিকায় মতুয়া প্রতিনিধিত্ব না থাকার অভিযোগ তোলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর (Manjul Krishna Thakur)। নিউটাউনের হোটেলে অমিত শাহর (Amit Shah) সঙ্গে শান্তনু ঠাকুরের গতকালের বৈঠকের পর প্রার্থী তালিকায় বদল। গাইঘাটায় বিজেপির প্রার্থী হলেন মঞ্জুলকৃষ্ণের আরেক ছেলে সুব্রত ঠাকুর (Subrata Thakur)। একইসঙ্গে বনগাঁ উত্তর ও বাগদা আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। বাগদায় বিজেপির প্রার্থী হয়েছেন বনগাঁ উত্তরের বিদায়ী বিধায়ক তৃণমূলত্যাগী বিশ্বজিৎ দাস (Biswajit Das)। বনগাঁ উত্তরে প্রার্থী করা হয়েছে অশোক কীর্তনিয়াকে। বালুরঘাট কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন অর্থনীতিবিদ অশোক লাহিড়ি (Ashok Lahiri)। প্রার্থী বদল করা হয়েছে চৌরঙ্গি কেন্দ্রে। শিখা মিত্র (Sikha Mitra)-র পরিবর্তে বিজেপির প্রার্থী হলেন দেবব্রত মাঝি (Debabrata Majhi)। অন্যদিকে, মিঠুন চক্রবর্তী কাশীপুর-বেলগাছিয়ার ভোটার হওয়ায় তাঁর প্রার্থী হওয়ার জল্পনা তৈরি হয়েছিল। বিজেপির নতুন তালিকায় ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন শিবাজি সিংহ রায়। কালিম্পং, কার্শিয়ং ও দার্জিলিঙেও প্রার্থী ঘোষণা করেছে বিজেপি (BJP)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram