WB Election 2021: দ্বিতীয় দফার ভোটে উত্তপ্ত নন্দীগ্রামের বয়াল, সকাল থেকে কী হল?
নন্দীগ্রামের বয়ালে বুথ পরিদর্শনে যান তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছনো মাত্র তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। এরপর তৃণমূলনেত্রীর সামনেই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। শুরু হয় ইটবৃষ্টি। পুলিশ গিয়ে দু’পক্ষকে শান্ত করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই বহিরাগতদের দিয়ে অশান্তি বাধানো হচ্ছে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুথে বসেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করে সুষ্ঠু, অবাধ নির্বাচনের দাবি জানান মমতা। রাজ্য নির্বাচনী আধিকারিককে ফোন সুদীপ জৈনের। নন্দীগ্রামের পরিস্থিতি জানতে চাইলেন উপ নির্বাচন কমিশনার।
এবিপি আনন্দর খবরের জের। নন্দীগ্রামের বয়ালে তৃণমূলের পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পুলিশ থাকলেও আতঙ্কে তৃণমূল কর্মীকে বুথে পাঠাতে অস্বীকার করেন মা। এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই ওই বুথে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
ভোট শেষের কয়েকঘণ্টা আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। বললেন, নন্দীগ্রামের ভোট নিয়ে সন্তুষ্ট। জয়ের বিষয়ে আত্মবিশ্বাস ঝরে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও।