West Bengal Election 2021: তৃণমূলকে কমিশনের কড়া চিঠি

Continues below advertisement

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় তুমুল সংঘাত বাধল নির্বাচন কমিশন আর তৃণমূলের মধ্যে। রাজ্যের শাসকদল কমিশনের দিকে আঙুল তোলার পরই তার কড়া জবাব দিয়েছে কমিশন। কার্যত ভর্তসনার সুরে, অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় লেখা চিঠিতে সংবিধানের ৩২৪ নম্বর ধারার উল্লেখ করে বলা হয়েছে, নির্বাচনের দেখভাল ও দিকনিয়ন্ত্রন করার ভার নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছে।
এরইসঙ্গে তৃণমূলের অভিযোগ নস্যাত করে কার্যত ভর্তসনার সুরে অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় লেখা চিঠিতে কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ কোনও রাজ্যেরই দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম কমিশন নিজের হাতে নেয়নি। মুখ্যমন্ত্রীর অনুমোদনসাপেক্ষে নিয়ে যেভাবে প্রশাসনিক কাজকর্ম চলে, তেমনই চলছে। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের ইচ্ছেয় এসব হচ্ছে বলে যে অভিযোগ করা হয়েছে, তার উত্তর দেওয়াটাও অসম্মানজনক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram