West Bengal Election 2021: একুশ ফেরাবে লালের হাল?
একুশ মানে তারুণ্যের জয়গান।
একুশের মহারণের আগে সব রাজনৈতিক দলের মুখেই, বারবার উঠে আসছে তরুণ প্রজন্মের কথা। তবে অনেকে বলছেন, ভোটের ময়দানে তরুণ প্রজন্মকে এগিয়ে দেওয়ার যে সাহস যদি কেউ দেখিয়ে থাকে, সেটা সিপিএম। একদা যে দলের বিরুদ্ধে বৃদ্ধতন্ত্রকে আঁকড়ে থাকার অভিযোগ উঠত, কঠিন পরিস্থিতিতেও তাদের প্রার্থীতালিকার শিরা-উপশিরায় এবার তাজা রক্তের স্রোত। নন্দীগ্রামে DYFI-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । সিঙ্গুরে এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য । জামুড়িয়াতে JNU-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । খড়দায় এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস । বালিতে এসএফআই-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর । কামারহাটিতে DYFI-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র । ডায়মন্ডহারবারে SFI-এর রাজ্য সভাপতিপ্রতীক উর রহমান । বর্ধমান দক্ষিণে প্রয়াত সিপিএম নেতা প্রদীপ তার মেয়ে পৃথা তা এবং এরকম আরও অনেকে।