West Bengal Election 2021: 'শুভেন্দু যেখানে যাচ্ছে ঝামেলা পাকিয়ে যাচ্ছে' অভিযোগ স্থানীয়র

Continues below advertisement

নন্দীগ্রামে (Nandigram) একটি বাড়িতে সিআরপিএফ-এর (CRPF) হানা। ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে অবৈধ জমায়েতের অভিযোগ। সেখান থেকে কিছু কৌটো ও ক্যান উদ্ধার করেছে বাহিনী। কয়েকজন বাসিন্দা তাঁদের দেখে পালিয়ে যায়। বাড়ির মালিক জানিয়েছেন, তাঁর আত্মীয়রা বাড়িতে জল-খাবার খাচ্ছিলেন। তাঁদের ভয় দেখায় বাহিনী (Central Force), তাই তাঁরা পালিয়ে যান। ওই বাড়িতে কোন পার্টির ক্যাম্প ছিল না বলেও দাবি তাঁর। এলাকার বাসিন্দাদের পাল্টা অভিযোগ, সিআরপিএফ তাঁদের মারধর করছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বুথে বুথে গিয়ে গণ্ডগোল পাকাচ্ছেন। সিআরপিএফ এসে বাড়িতে ঢুকে হুমকি দিয়ে যাচ্ছে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram