West Bengal Election 2021: 'নন্দীগ্রামে দিদিমণি এখন বহিরাগত', মমতাকে খোঁচা দিলীপের

দ্বিতীয় দফা নির্বাচনের আগে হলদিয়ায় রোড শো করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপ ঘোষ বলেন, "কর্মীদের উৎসাহ দেখেই চার্জড হয়ে যাই। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জেনে গিয়েছেন নন্দীগ্রামে জিতলে নাক বাঁচবে। এবার তাই এখানে এসেছেন উনি। শুভেন্দু এখানকার নেতা। আন্দোলন-পরিবর্তন সবকিছু তাঁর হাত ধরেই হয়েছে। দিদিমণি এখন বহিরাগত হয়ে গেছেন।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola