WB Election 2021: পাঁচজনের মৃত্যুর জের, কোচবিহারে ৭২ ঘণ্টা কোনও রাজনৈতিক নেতার প্রবেশে 'না'
৭২ ঘণ্টা কোচবিহারে ঢুকতে পারবেন না কোনও রাজনৈতিক নেতা-নেত্রী। শীতলকুচিতে পাঁচজনের মৃত্যুর পর কড়া সিদ্ধান্ত কমিশনের। আজই শীতলকুচিতে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
মমতাকেই রুখতেই পক্ষপাতদুষ্ট আচরণ কমিশনের, প্রতিক্রিয়া সৌগত রায়ের (Saugata Roy)। দেশের গণতন্ত্রেই আস্থা নেই তৃণমূলের, কটাক্ষ বিজেপির। ভোট পরিচালনায় ব্যর্থ কমিশন। কেন্দ্র-রাজ্য খেলায় রক্তাক্ত নির্বাচন, প্রতিক্রিয়া সুজনের (Sujan Chakraborty)।
চতুর্থ দফার ভোটেও হিংসা। পরিস্থিতির কথা বিবেচনা করে পঞ্চম দাফা ভোটে শেষ প্রচারের সময় সীমাবদ্ধ। ৪৮ ঘণ্টার বদলে ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে প্রচার। নির্দেশ কমিশনের।
চতুর্থ দফার শুরুতেই পাঁচ মৃত্যু। শীতলকুচির জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি। চারজনের মৃত্যু। ভোটগ্রহণ স্থগিত। পাঠানখুলিতে প্রথমবার ভোট দিতে এসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু।