West Bengal Election 2021: করোনার নেগেটিভ রিপোর্ট ছাড়া গণনাকেন্দ্রে প্রবেশ নয়, জানাল কমিশন

Continues below advertisement

' আদালতের তিরস্কারের পর টনক নড়ল কমিশনের । করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া গণনাকেন্দ্রে প্রবেশ নয় । নেগেটিভ রিপোর্ট ছাড়া ঢুকতে দেওয়া হবে না প্রার্থী ও এজেন্টদের। নেগেটিভ রিপোর্ট না থাকলে নিতে হবে ভ্যাকসিনের দুটি ডোজ। গণনা শুরুর ৪৮ ঘণ্টার আগে করাতে হবে করোনা টেস্ট। আরটিপিসিআর বা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করবেন জেলাশাসক। গণনা শুরুর ৪৮ ঘণ্টার আগে পেতে হবে দুটি টিকার শংসাপত্র। কাউন্টিং এজেন্টদের জন্য গণনা কেন্দ্রে রাখতে হবে যথেষ্ট পিপিই কিট’। দু’জন এজেন্টের মাঝে বসলে একজনকে পিপিই কিট পরতে হবে। গণনা কেন্দ্রের কর্মীদের জন্য মাস্ক, স্যানিটাইজার, ফেস-শিল্ড. গ্লাভস বাধ্যতামূলক। গণনার সময় গণনা কেন্দ্রের বাইরে কোনও জমায়েত বরদাস্ত নয়। করোনা বিধি মেনে গণনা কেন্দ্রে সব ব্যবস্থার শংসাপত্র দেবে জেলা স্বাস্থ্য দফতর ’
গণনার দিন সংক্রমণ রুখতে গাইডলাইন জারি কমিশনের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram