WB Election 2021: আজ চতুর্থ দফায় ৪৪টি আসনে ভোটগ্রহণ

আজ চতুর্থ দফায় কলকাতার একাংশ-সহ পাঁচ জেলার ৪৪টি আসনে প্রায় ৮০০ কোম্পানি বাহিনী। হাওড়ায় বিশেষ পুলিশ অফিসার। কলকাতায় বুথের ২০০ মিটার ও অন্যত্র ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা। 

ভোটের কয়েক ঘণ্টা আগে অপসারিত ভাঙড়ের আইসি (IC), কসবা থানার ওসির (OC) উপর আনা হল ডিসিকে (DC)। তৃণমূলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে সিইও-র (CEO) দফতরে সংযুক্ত মোর্চার ধর্নার পরেই সিদ্ধান্ত। 

মুখ্যমন্ত্রীর ওএসডিকে আচমকা সরিয়ে দিল নির্বাচন কমিশন। নিরাপত্তায় ত্রুটির অভিযোগে অপসারণের অনুমান। 

ভোটের মাঝেই করোনায় কড়া কমিশন। প্রচারে মানতে হবে কোভিড প্রোটকল। নিয়ন্ত্রণ করতে হবে ভিড়। মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলক। সব রাজনৈতিক দলকে নির্দেশ। প্রচার বন্ধে হাইকোর্টে মামলা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola