West Bengal Election 2021: শরীর সুস্থ রাখতে দু'বেলা ভাতই ভরসা শোভনদেবের
Continues below advertisement
সামনে এবার রীতিমতো চ্যালেঞ্জ। কয়েকদিন আগেই করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন। ফলে রাজনীতির পরিচিত রিঙে ফিরতে চাইলেও বক্সার দিয়ে আটকে রেখেছেন চিকিৎসকরা। তাঁদের পরামর্শ, শরীরে একটু বল এলে তারপর না হয় ভোটের প্রচার। পুরনো আসন ছেড়ে এবার নিজের পাড়ায় প্রার্থী বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chatterjee)। এবারের লড়াইটা আলাদা। প্রচার করছেন বিকেলে। সকালে কখনও দই দিয়ে কর্নফ্লেক্স বা দুধ-মুড়ি। দুপুরে ভাত, ডাল, একটা সবজি, সেই সঙ্গে পাতলা মাছের ঝোল। 'দীর্ঘদিন রিচ খাবার খেতে পারিনি। দু'বেলাই ভাত খাই। রাতে চিকেন স্টু থাকে', জানালেন বর্ষীয়ান এই নেতা।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Tmc Candidate Sobhandeb Chatterjee Mamata Banerjee Kolkata. West Bengal Election Food Chart Sobhandeb