West Bengal Election 2021: হিংসা ছড়িয়ে অন্য রাজ্যে গেলেও টেনে বার করব: মিঠুন

Continues below advertisement

পূর্ব বর্ধমানের ভাতারে (Bhatar) নির্বাচনী জনসভায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তিনি বলেন, ‘বাংলায় আর কোনও হিংসা, সন্ত্রাস হবে না। কেউ হিংসা ছড়িয়ে যদি অন্য রাজ্যে লুকিয়ে থাকে, তাদের টেনে বের করে আনব। আমরা শান্তির পশ্চিমবঙ্গ চাই। অনেকে বলে বিজেপি (BJP) এলে মুসলমানদের উপর সন্ত্রাস হবে। কিন্তু বিজেপি কোথাও কখনো সন্ত্রাস ছড়ায় না। বিজেপি ক্ষমতায় আসার আগে দেশের মুসলমানদের ভালো হল না কেন? ওরা চায় না মুসলমানদের ভালো হোক। মুসলমানদের ভালো হলে ওরা আর ভোট পাবে না। সেই জন্য ভয় দেখায়।’ বাড়িতে রেশন পৌঁছে দেওয়াকে ‘ললিপপ’ বলে তৃণমূলকে (TMC) কটাক্ষ করলেন মিঠুন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram