West Bengal Election 2021: 'অন্য কেন্দ্রীয় সরকার থাকলে হয় একসঙ্গে ভোট, নয় অন্য সময় করত', করোনা আবহে নির্বাচন নিয়ে অভিযোগ সুব্রতর

Continues below advertisement

রাজ্যে আজ সপ্তম দফার ভোট। পাঁচটি জেলার ৩৪টি আসনে চলছে ভোটগ্রহণ। আজ সকালে বালিগঞ্জের মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তারপর তিনি বুথ পরিদর্শনে বেরোন। সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) বলেন, "মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়েছি। করোনাকালে এই নির্বাচন হচ্ছে। অন্য কেন্দ্রীয় সরকার থাকলে হয় একসঙ্গে ভোট করত অথবা অন্য সময় করত। সারাদিন ধরে বুথ পরিদর্শন ও আমাদের কর্মীদের উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram