West Bengal Election 2021: ভোটকেন্দ্রে যেতে 'বাধা', TMC-ISF সমর্থকদের মধ্যে হাতাহাতিতে উত্তপ্ত ক্যানিং
Continues below advertisement
ক্যানিং (Canning) পূর্বের দুর্গাপুরে আইএসএফ (ISF) ও তৃণমূলের (TMC) সংঘর্ষ। দুর্গাপুর ১২৭ নম্বর বুথে আইএসএফ কর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থলে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। পরে ক্যুইক রেসপন্স টিম গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। অন্যদিকে মগরাহাটেও সংযুক্ত মোর্চার প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম। আজ তাঁকে বুথে ঢুকতে দেওয়া হয়নি, এই অভিযোগ নিয়ে ভোট কেন্দ্রেই ধর্নায় বসেন তিনি। মইদুল জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যদি বুথে ২ ঘণ্টা বসতে পারেন, আমি প্রার্থী হয়ে ১০ মিনিট থাকতে পারব না কেন?’
Continues below advertisement
Tags :
Mamata Banerjee WB Elections 2021 TMC BJP Congress WB Assembly Elections 2021 Canning Mamata Banerjee ISF West Bengal Election Phase 3 Voting Live West Bengal Election Phase 3 Polling Live News West Bengal Assembly Election Live News West Bengal Election Voting 2021 West Bengal Election Polling Live Updates WB Election 2021 Live West Bengal Election Phase 3 Polling Live