West Bengal Election 2021: শ্রীরামপুরের পর এবার চুঁচুড়া, 'দিল্লিতে জরুরি বৈঠক' থাকায় সভা বাতিল নাড্ডার

লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) সমর্থনে জে পি নাড্ডার (J P Nadda) চুঁচুড়ার সভা বাতিল। দিল্লি ফিরছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দিল্লিতে জরুরি বৈঠক থাকার কারণেই সভা বাতিল করে ফিরছেন তিনি, খবর বিজেপি (BJP) সূত্রে। এর আগে শ্রীরামপুরেও নাড্ডার সভা বাতিল হয়েছিল। এদিন টালিগঞ্জে বাবুল সুপ্রিয় ও পায়েল সরকারের সমর্থনে রোড শো করেন নাড্ডা।

শ্রীরামপুর, চণ্ডীতলা, চাঁপদানি ও উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন সভা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। মঞ্চে জাঙ্গিপাড়ার বিজেপি প্রার্থীর ছবিও লাগানো ছিল। প্রথমে বিজেপির তরফে সকাল সাড়ে ১১টায় সভা শুরুর কথা জানানো হয়। কিন্তু ঘণ্টাদেড়েক পরেও ভিড় না হওয়ায়, বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বসু ঘোষণা করেন, নাড্ডার ভিডিও অথবা অডিও বার্তা প্রচার করা হবে। এরপরই সভাস্থল ছেড়ে ফিরে যেতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পরে বিজেপি নেতা সায়ন্তন বসু ঘোষণা করেন, সভা করবেন নাড্ডা। ততক্ষণে ফাঁকা হয়ে যায় সভাস্থল। এরপর জেলা বিজেপি নেতৃত্ব জানায়, চপারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দিল্লি থেকে সঠিক সময়ে আসতে পারেননি নাড্ডা। যদিও বিজেপি সূত্রে খবর, গতকাল থেকে নাড্ডা কলকাতাতেই রয়েছেন। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola