West Bengal Election 2021: 'বিজেপি বসে বসে স্বপ্ন দেখুক, আমি জিতে বাড়ি যাব', আত্মবিশ্বাসী সুব্রত
সাতের দশক থেকে বঙ্গ রাজনীতিতে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukerjee)। তিনি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। এবার তিনি বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী (TMC)। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ বিজেপির লোকনাথ চট্টোপাধ্যায় এবং সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম। আগে বিধানসভা ভোটে জিতলেও প্রচারে ফাঁকি দিচ্ছেন না তিনি। রোজ নিয়ম করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন সুব্রত। এলাকায় পরিচিত হওয়ায় তাঁকে প্রচারে দেখে আশীর্বাদ করে যাচ্ছেন এলাকার বৃদ্ধ-বৃদ্ধারা। বাসিন্দাদের বাড়ির উঠোনেই বিশ্রাম নিচ্ছেন তিনি। চেনা প্রার্থীকে কাছে পেয়ে নিজের অভিযোগ ও অনুরোধও জানাচ্ছেন কেউ কেউ। সবার সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থী। সুব্রত বললেন, ‘এখনে মানুষরা আমাকে খুব ভালোবাসে। ভোটের জন্য এটা খুব বড় জিনিস। কেন্দ্রীয় সরকার মানুষের বিপদে কতবার পাশে এসে দাঁড়িয়েছে, তাঁর হিসাব দিতে হবে। বিজেপি বসে বসে স্বপ্ন দেখুক, আমি জিতে বাড়ি যাব। ’