West Bengal Election 2021: ‘ওয়েট মেশিনে হেভিওয়েট মদন , ভোট - মেশিনে আমরা', প্রচারে বার্তা সায়নদীপের

Continues below advertisement

কামারহাটি (Kamarhati) কেন্দ্রে প্রচারে সায়নদীপ মিত্র (Sayandip Mitra)। ওই কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম (CPIM) প্রার্থী সায়নদীপ। তাঁর প্রতিপক্ষে রয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) হেভিওয়েট নেতা মদন মিত্র (Madan Mitra)। আজ দলের কর্মী-সমর্থকদের নিয়ে কামারহাটির বেলঘরিয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন সায়নদীপ। এদিন তিনি বলেন, ‘ওয়েট মেশিনে মদন মিত্র হেভিওয়েট, ভোটের মেশিনে আমরা। ঘরের ছেলে বলে অবশ্যই আমার বাড়তি সুবিধা আছে নির্বাচনে। মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে। আমরাই জিতব।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram