West Bengal Election 2021: 'নির্দোষ আদিবাসীদের ভয় দেখান মমতা', সাঁকরাইলে সুর চড়ালেন অমিত শাহ

Continues below advertisement

সাঁকরাইলে জনসভায় যোগ দেন অমিত শাহ (Amit Shah)। সেখানে তিনি বলেন, ‘ঝাড়গ্রামের (Jhargram) পবিত্র মাটিকে আমি প্রণাম করছি। এটি আদিবাসী সংস্কৃতির মাটি। এই মাটিতে মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) ক্ষমতায় এসেছে। কিন্তু মানুষের জন্য কিছুই করেনি। এখানকার মানুষের ঘরে জল থাকে না। মোদিজিকে (Narendra Modi) জেতালে আগামী ৫ বছরের মধ্যে প্রতিটি বাড়িতে শুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে। জঙ্গলমহলে একটি বড় উন্নত হাসপাতাল তৈরি করা হবে, যাতে চিকিৎসার জন্য আপনাদের বাইরে যেতে না হয়। সুবর্ণরেখা নদীতে বাঁধ বানানো হবে। দিদি (Mamata Banerjee) যেখানে যেখানে যান, নির্দোষ আদিবাসীদের ভয় দেখান। খেলা হবে বলে ভয় দেখান। বাংলার ছোট ছোট বাচ্চারাও রোজ ফুটবল খেলে। বাংলার মানুষ খেলা-কে ভয় পায় না।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram