West Bengal Election 2021: নন্দীগ্রামকাণ্ডের ফের রিপোর্ট, দুর্ঘটনাতেই আহত মুখ্যমন্ত্রী

Continues below advertisement

পরিকল্পনামাফিক হামলা নয়! নন্দীগ্রামে দুর্ঘটনাতেই আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মেই নির্বাচন কমিশনকে রিপোর্ট দিলেন দুই পর্যবেক্ষক। এমনটাই সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর। গতকালই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনে দ্বিতীয় রিপোর্ট জমা দেয় নবান্ন।১০ মার্চ নন্দীগ্রামে জনসংযোগের সময় আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে।
এই চাপানউতোরের আবহেই দুর্ঘটনার তত্ত্বে সিলমোহর দিলেন ২ পর্যবেক্ষক। সংবাদসংস্থা PTI সূত্রের খবর, শনিবার কমিশনে তাঁরা যে রিপোর্ট জমা দেন, তাতে উল্লেখ করা হয়েছে,নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনে পরিকল্পনা করে হামলার কোনও বিষয় নেই।এদিকে, শুক্রবারই এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে প্রথম রিপোর্ট পাঠান মুখ্যসচিব। সূত্রের খবর, আরও কিছু তথ্য জানতে চেয়ে ফের নবান্নকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলে নির্বাচন কমিশন। 
শনিবার রাজ্যের তরফে দ্বিতীয় রিপোর্টও জমা পড়ে কমিশনে। সেই রিপোর্টে মুখ্যমন্ত্রীর কী করে আঘাত লাগল, তা লিখিতভাবে জানানো হয়েছে।এদিকে নন্দীগ্রামের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং সমগ্র ভোটকে কেন্দ্র করে যে কোনওরকম অশান্তি এড়াতে এদিন জেলাশাসকদের কড়া বার্তা দেওয়া হয়েছে। এদিকে সমগ্র ভোট প্রক্রিয়াকে নিরাপদে শেষ করতে আরও কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার আগেই রাজ্যে মোট ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। তবে সেই বাহিনী বেড়ে এক হাজার কোম্পানি হতে পারে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram