West Bengal Election 2021: কোথাও ভাঙচুর, কোথাও অবরোধ, কোচবিহারে ভোটের আগে অব্যাহত রাজনৈতিক হিংসা

Continues below advertisement

ভোটের আগে কোচবিহারে (Cooch Behar) একাধিক রাজনৈতিক হিংসার ঘটনা ঘটতেই থাকছে। সোমবার রাতে তুফানগঞ্জের (Tufanganj) মারুগঞ্জে তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে বাড়ির সামনে তাজা বোমা পরে থাকরে দেখা যায়। তৃণমূলের তরফে বিজেপির (BJP) বিরুদ্ধে অভিযোগ। এদিন সকালে ৩১ নং জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে যান রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। তিনি বলেন, নির্বাচনে যে সন্ত্রাস চলছে তা বন্ধের জন্য কমিশনকে ব্যবস্থা নিতে হবে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের দাবি, তাঁদের কয়েকজন কর্মীকে মারধর করা হয়েছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ঘটনাকে বিজেপির উপর চাপাতে চাইছে। অন্যদিকে তুফানগঞ্জে বিজেপির একটি পার্টি অফিসে ভাঙচুর চলানো হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শীতলকুচিতে তৃণমূলের পতাকা পোড়ানোর অভিযোগ উঠেছে বিজেপি বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram