তারকার চোখে তারকা কেন্দ্র: রাজারহাট-গোপালপুরে তিন হেভিওয়েটের লড়াই, কী চাইছেন ভোটাররা? ঘুরে দেখলেন অঙ্কিতা চক্রবর্তী

ভোটের আবহাওয়া রাজ্য জুড়ে।  রাজারহাট-গোপালপুর (Rajarhat-Gopalpur (Newtown)) বিধানসভা কেন্দ্র ঘুরে দেখলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। এই কেন্দ্রের সিপিএম (CPM) প্রার্থী সপ্তর্ষি দেব (Saptarshi Deb), তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী অদিতি মুন্সি (Aditi Munshi) এবং বিজেপি (BJP) প্রার্থী শমীক ভট্টাচার্য (Samik Bhattacarjee)। এই কেন্দ্রের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ ও আর্জি শুনলেন অঙ্কিতা। তারকার চোখে তারকা কেন্দ্র।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola