West Bengal Election 2021: 'গত ৬ বছরে এই প্রথম নির্বাচনে কম রিগিং-হিংসা হয়েছে', দাবি কৈলাসের

Continues below advertisement

নির্বাচন কমিশনে দেখা করার পর সাংবাদিক বৈঠক করলেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। তিনি বলেন, ‘আমি গত ৬ বছর ধরে বাংলায় বিজেপির (BJP) হয়ে কাজ করছি। আজ প্রথম দফা ভোটগ্রহণ ছিল। এই ৬ বছরে এইবার প্রথম নির্বাচনে কম রিগিং ও হিংসা হয়েছে। আজ ৯০ শতাংশের বেশি মানুষ বুথে শান্তিতে ভোট দিতে পেরেছেন। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। বাকি দফা নির্বাচনগুলিতে আরও সাবধানতা অবলম্বন করতে হবে। আগে ভোটে অসামাজিক কাজকর্মে যারা যুক্ত ছিল, তাদের ভোটের আগে গ্রেফতার করা হলে ভোট একেবারে শান্তিপূর্ণ হবে। আজ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাইয়ের গাড়িতে হামলা করা হয়। হামলাকারীরা আগেও ভোটে রিগিং করায় অভিযুক্ত। তাদের আগে গ্রেফতার করা হলে এই ধরণের ঘটনা ঘটত না। তৃণমূল ভোটের আগে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। বিজেপি কর্মীদের হত্যা করছে। তার জন্য আমরা সঠিক তদন্তের দাবি করেছি।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram