West Bengal Election 2021: ভাঙড়ে আব্বাস অনুগামীর বাড়িতে আগুন, অভিযুক্ত তৃণমূল
Continues below advertisement
ভাঙড়ে (Bhangar) আব্বাস সিদ্দিকির অনুগামীর বাড়ি পুড়ে ছাই। বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। অল্পের জন্য রক্ষা পান আব্বাসের অনুগামীর পরিবারের সদস্যরা। গতকাল আব্বাস সিদ্দিকি এবং বিমান বসু-সহ সংযুক্ত মোর্চার নেতৃত্ব একটি সভা করেন। সেই সভা থেকে তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তারপরেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) অনুগামীরা। যদিও তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ এই ঘটনা নিয়ে এখনও মুখ খোলেনি।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Fire Bhangar Biman Bose Abbas Siddiqui Mamata Banerjee ISF TMC-ISF Clash