West Bengal Election 2021: ষষ্ঠ দফার নির্বাচনের দিন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা

Continues below advertisement

বাগদায় চলল গুলি। গ্রামবাসীদের দেওয়া ভিডিওতে কী উঠে এল দেখে নিন? বাগদায় গুলি চলেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে,  প্রথম বাগদার সেক্টর অফিসে হামলা হয়। হামলা একটি রাজনৈতিক দলের শতাধিক কর্মীর। ওসির নেতৃত্বে এলাকায় পুলিশ গেলে বচসা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি এলাকাবাসীর। হামলাকারীদের হাতে ধারাল অস্ত্র ছিল। গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। আহত বাগদার ওসি-সহ তিন পুলিশকর্মী। ছত্রভঙ্গ করতে তিন রাউন্ড গুলি চালায় পুলিশ। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা নিয়েই আজকের আলোচনা। আলোচনায় রয়েছেন তৃণমূলে নেতা স্নেহাশিষ চক্রবর্তী, তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী (Raj Chakraborty), বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh) এবং সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram